বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকে ডেকেছেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইঢেয়র কাজ শুরু করে দিয়েছ বিএনপি। দলটির শীর্ষ ৫ নেতা খসড়া তালিকা তৈরির কাজ করছেন। সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন দলের মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নির্বাচনকে ঘিরে সিলেটে বিএনপিতে রীতিমত প্রার্থীজট দেখা দিয়েছে। বিভাগের সবকটি আসনেই বেশ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ৬০ জন নেতা মনোনয়নের দাবিদার।

বিভাগের মনোনয়ন প্রত্যাশী এই নেতাদেরিনিয়ে আগামী রোববার (১৯ অক্টোবর) বৈঠকে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, রোববার দলের চেয়ারপার্সন গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের সকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আআদ খান জামাল। তিনি বলেন, বৈঠকের বিষয়টি দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমি তাতে অংশ নেবো।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী বলেন, এটি দলের একেবারে অভ্যন্তরীন বৈঠক। এখানে সিলেট বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন। দলে প্রার্থী জট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন দেশে কোন নির্বাচন হয়নি। আর বিএনপি একটি বিশাল দল। তাই মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ব্যাপক হওয়াটাই স্বাভাবিক। তবে এটি নির্বাচনে বা দলের ঐক্যে কোন প্রভাব ফেলবে না। কারণ ধানের শীষের পক্ষে সবাই এক। দল যাকেই মনোনয়ন দেবে সবাই তার পক্ষেই কাজ করবেন। দলীয় সূ্ত্রে জানা যায়, প্রাথমিক খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। দেশের ৯টি বিভাগকে ভাগ করে নিয়ে আগ্রহীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা প্রণয়নের কাজ করছেন দলের শীর্ষ পাঁচ নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চ পর্যায়ের এই টিমে রয়েছেন স্থায়ী কমিটির আরও তিনজন নেতা।বিএনপির উচ্চ পর্যায়ের নেতা ও সাক্ষাৎদাতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষ দিকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর বিভাগ, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল বিভাগ এবং সালাহ উদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের আগ্রহী প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে খসড়া তালিকা প্রস্তুত করছেন।

দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থীদেরকে দলের নির্দেশনা জানিয়ে উল্লেখ করেছেন প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন। এক্ষেত্রে আগ্রহীরা যেন স্থানীয় সরকার নির্বাচনের দিকেও মনোযোগী হন। বিশেষ করে আগামী নির্বাচন দলের দীর্ঘদিনের চ্যালেঞ্জে পরিণত হওয়ায়, বিদ্রোহী প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বিএনপির সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের বৈঠকে ডেকেছেন মির্জা ফখরুল

Update Time : ০১:৪৮:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী বাছাইঢেয়র কাজ শুরু করে দিয়েছ বিএনপি। দলটির শীর্ষ ৫ নেতা খসড়া তালিকা তৈরির কাজ করছেন। সিলেট বিভাগের দায়িত্বে রয়েছেন দলের মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।নির্বাচনকে ঘিরে সিলেটে বিএনপিতে রীতিমত প্রার্থীজট দেখা দিয়েছে। বিভাগের সবকটি আসনেই বেশ কয়েকজন নেতা মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয় রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট বিভাগের ১৯ আসনে অন্তত ৬০ জন নেতা মনোনয়নের দাবিদার।

বিভাগের মনোনয়ন প্রত্যাশী এই নেতাদেরিনিয়ে আগামী রোববার (১৯ অক্টোবর) বৈঠকে বসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানা গেছে, রোববার দলের চেয়ারপার্সন গুলশান কার্যালয়ে সিলেট বিভাগের সকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আব্দুল আআদ খান জামাল। তিনি বলেন, বৈঠকের বিষয়টি দলের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। আমি তাতে অংশ নেবো।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী মিফতাহ সিদ্দিকী বলেন, এটি দলের একেবারে অভ্যন্তরীন বৈঠক। এখানে সিলেট বিভাগের সব মনোনয়ন প্রত্যাশীরা অংশ নেবেন। দলে প্রার্থী জট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন দেশে কোন নির্বাচন হয়নি। আর বিএনপি একটি বিশাল দল। তাই মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা ব্যাপক হওয়াটাই স্বাভাবিক। তবে এটি নির্বাচনে বা দলের ঐক্যে কোন প্রভাব ফেলবে না। কারণ ধানের শীষের পক্ষে সবাই এক। দল যাকেই মনোনয়ন দেবে সবাই তার পক্ষেই কাজ করবেন। দলীয় সূ্ত্রে জানা যায়, প্রাথমিক খসড়া প্রার্থী তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে বিএনপি। দেশের ৯টি বিভাগকে ভাগ করে নিয়ে আগ্রহীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা প্রণয়নের কাজ করছেন দলের শীর্ষ পাঁচ নেতা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উচ্চ পর্যায়ের এই টিমে রয়েছেন স্থায়ী কমিটির আরও তিনজন নেতা।বিএনপির উচ্চ পর্যায়ের নেতা ও সাক্ষাৎদাতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্ধারণের প্রাথমিক খসড়া তালিকার কাজ শেষ দিকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট ও খুলনা বিভাগ, নজরুল ইসলাম খান রাজশাহী ও রংপুর বিভাগ, ডা. এজেডএম জাহিদ হোসেন কুমিল্লা ও বরিশাল বিভাগ এবং সালাহ উদ্দিন আহমেদ ময়মনসিংহ বিভাগের আগ্রহী প্রার্থীদের সঙ্গে পর্যালোচনা করে খসড়া তালিকা প্রস্তুত করছেন।

দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থীদেরকে দলের নির্দেশনা জানিয়ে উল্লেখ করেছেন প্রত্যেক আসনে একজনই চূড়ান্ত মনোনয়ন পাবেন। এক্ষেত্রে আগ্রহীরা যেন স্থানীয় সরকার নির্বাচনের দিকেও মনোযোগী হন। বিশেষ করে আগামী নির্বাচন দলের দীর্ঘদিনের চ্যালেঞ্জে পরিণত হওয়ায়, বিদ্রোহী প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন তারেক রহমান।