বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বালু লুটের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: বিজিবি অধিনায়ক

সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভয়াবহ হারে বালু লুট চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ ২৮ বিজিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানান ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি জানান, যাদুকাটা এলাকায় একটি অসাধু ব্যবসায়ী চক্র প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষ ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বিজিবির একার পক্ষে এত মানুষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বালু লুট এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, “সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে।”

বিজিবি অধিনায়ক আরও বলেন, “বালু রক্ষায় শুধু বিজিবি থাকলে সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে। তাই জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।” তিনি শিমুল বাগান ও যাদুকাটাসহ আশপাশের পর্যটন এলাকা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে বিজিবি যাদুকাটায় বালু লুটকারীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছে। তবুও পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না।

প্রসঙ্গত, গেল কয়েকদিন ধরে যাদুকাটা নদীর দুই পাড় কেটে কোটি কোটি টাকার বালু লুট করেছে একটি চক্র। এতে হুমকির মুখে পড়েছে শিমুল বাগানসহ অন্তত ২০টি গ্রাম ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জে বালু লুটের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: বিজিবি অধিনায়ক

Update Time : ০৫:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীতে ভয়াবহ হারে বালু লুট চলছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ ২৮ বিজিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ জানান ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি জানান, যাদুকাটা এলাকায় একটি অসাধু ব্যবসায়ী চক্র প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার মানুষ ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। বিজিবির একার পক্ষে এত মানুষের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বালু লুট এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, “সময়মতো ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে হবে।”

বিজিবি অধিনায়ক আরও বলেন, “বালু রক্ষায় শুধু বিজিবি থাকলে সীমান্ত অরক্ষিত হয়ে পড়বে। তাই জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।” তিনি শিমুল বাগান ও যাদুকাটাসহ আশপাশের পর্যটন এলাকা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতোমধ্যে বিজিবি যাদুকাটায় বালু লুটকারীদের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছে। তবুও পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে না।

প্রসঙ্গত, গেল কয়েকদিন ধরে যাদুকাটা নদীর দুই পাড় কেটে কোটি কোটি টাকার বালু লুট করেছে একটি চক্র। এতে হুমকির মুখে পড়েছে শিমুল বাগানসহ অন্তত ২০টি গ্রাম ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা।