বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিরাইয়ে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সএসসি ও এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই ফিল্ড অফিস।

রোববার দুপুরে সংস্থাটির স্থানীয় কার্যালয়ে অরফ্যান স্পন্সরশিপ প্রোগ্রামের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।

তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মগ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান। মোট ১৬ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়।এর মধ্যে এসএসসি পাস ১২ জন এবং এইচএসসি পাস ৪ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সনজীব সরকার বলেন, শিক্ষার্থীদের সাফল্যই একটি জাতির অগ্রগতির ভিত্তি। ইসলামিক রিলিফ বাংলাদেশ নিয়মিতভাবে যে মানবিক কর্মসূচি পরিচালনা করছে, তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, একটি দিনকে স্মরণীয় করতে শুধু আয়োজনই যথেষ্ট নয়, প্রয়োজন উৎসাহের পরিবেশ। এ অনুষ্ঠান সেই পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশের দিরাই ফিল্ড অফিসের কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও স্পন্সরপ্রাপ্ত শিশুদের শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সাপোর্ট ও মনোবল বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবেই এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে স্পন্সরপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে উপহার গ্রহণের সময় তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদেরকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দিরাইয়ে এসএসসি-এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০৬:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

সএসসি ও এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দিতে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ দিরাই ফিল্ড অফিস।

রোববার দুপুরে সংস্থাটির স্থানীয় কার্যালয়ে অরফ্যান স্পন্সরশিপ প্রোগ্রামের সহযোগিতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার।

তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও মগ তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের জন্য শুভকামনা জানান। মোট ১৬ জন শিক্ষার্থীকে এ সম্মাননা প্রদান করা হয়।এর মধ্যে এসএসসি পাস ১২ জন এবং এইচএসসি পাস ৪ জন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সনজীব সরকার বলেন, শিক্ষার্থীদের সাফল্যই একটি জাতির অগ্রগতির ভিত্তি। ইসলামিক রিলিফ বাংলাদেশ নিয়মিতভাবে যে মানবিক কর্মসূচি পরিচালনা করছে, তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে। আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, একটি দিনকে স্মরণীয় করতে শুধু আয়োজনই যথেষ্ট নয়, প্রয়োজন উৎসাহের পরিবেশ। এ অনুষ্ঠান সেই পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ইসলামিক রিলিফ বাংলাদেশের দিরাই ফিল্ড অফিসের কর্মকর্তারা জানান, সুবিধাবঞ্চিত ও স্পন্সরপ্রাপ্ত শিশুদের শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন সাপোর্ট ও মনোবল বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবেই এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে স্পন্সরপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রধান অতিথির হাত থেকে উপহার গ্রহণের সময় তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, এমন স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে তাদেরকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।