সুনামগঞ্জের মাইজবাড়ি পূর্বপাড়ায় মাটি পরিবহণে ব্যবহৃত ট্রলির ধাক্কায় রবিউল ইসলাম স্বাধীন (১৪) নামের মাদ্রাসা এক শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন স্থানীয় আলী হোসেনের ছেলে এবং মাইজবাড়ি আলহেরা জামেয়া কামিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খেলাধুলা শেষে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগতির অবৈধ ট্রলি স্বাধীনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করে থানায় আনা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালনী ভিউ ডেস্কঃ 









