বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ১৩৭টি হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকার বাঁধ নির্মাণ কাজ শুরু

সুনামগঞ্জের ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে এই বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে কাবিটা প্রকল্পের আওতায় এ বছর সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে মোট ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে। এসব কাজ ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-র মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওর এলাকায় অনেক জায়গায় এখনও পানি পুরোপুরি না কমায় একযোগে সব জায়গায় ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে যেসব এলাকায় পানি নেমে গেছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করে দ্রুত শেষ করা হবে।

তিনি আরও বলেন, পিআইসির সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সময়মতো এবং সঠিকভাবে বাঁধের কাজ সম্পন্ন করেন, যাতে বোরো মৌসুমে হাওরের ফসল নিরাপদ থাকে।

উল্লেখ্য, প্রতি বছর আগাম বন্যার ঝুঁকিতে থাকা সুনামগঞ্জের হাওর এলাকার বোরো ফসল রক্ষায় এই বাঁধ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সুনামগঞ্জে ১৩৭টি হাওরের ফসল রক্ষায় ১০৩ কোটি টাকার বাঁধ নির্মাণ কাজ শুরু

Update Time : ০২:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জের ১৩৭টি হাওরের বোরো ফসল রক্ষায় ১০৩ কোটি টাকা ব্যয়ে হাওরে বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলার কালনার হাওরে এই বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডের অধীনে কাবিটা প্রকল্পের আওতায় এ বছর সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে মোট ৫৯০ কিলোমিটার বাঁধ নির্মাণ ও সংস্কার করা হবে। এসব কাজ ৫১০টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-র মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওর এলাকায় অনেক জায়গায় এখনও পানি পুরোপুরি না কমায় একযোগে সব জায়গায় ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে যেসব এলাকায় পানি নেমে গেছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করে দ্রুত শেষ করা হবে।

তিনি আরও বলেন, পিআইসির সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা সময়মতো এবং সঠিকভাবে বাঁধের কাজ সম্পন্ন করেন, যাতে বোরো মৌসুমে হাওরের ফসল নিরাপদ থাকে।

উল্লেখ্য, প্রতি বছর আগাম বন্যার ঝুঁকিতে থাকা সুনামগঞ্জের হাওর এলাকার বোরো ফসল রক্ষায় এই বাঁধ নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।