সুনামগঞ্জের দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজু (৩৫) আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধল গ্রামে বাসিন্দা রেজু ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রেজাউল করিম রেজু দিরাই উপজেলা ছাত্রদলের রাজনীতিতে একজন সক্রিয় ও পরিচিত মুখ ছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তিনি একাধিকবার নিপীড়নের শিকার হন। আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় পুলিশ তাকে আটক করে কারাবরণও করায়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
এক শোকবার্তায় তিনি বলেন, রেজাউল করিম রেজু ছিলেন একজন সাহসী, ত্যাগী ও আদর্শবান ছাত্রনেতা। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা দিরাইবাসী আজীবন স্মরণ করবে। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীকে হারালাম।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
রেজুর মৃত্যুতে দিরাই উপজেলা ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
কালনী ভিউ ডেস্কঃ 








