বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভালোবাসায় মুগ্ধ বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ, খেলতে চান বাংলাদেশের সঙ্গে

বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। মাত্র ১১ ঘণ্টার জন্য ঢাকায় অবস্থান করবেন তিনি।

এই অল্প সময়ের মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলকের সঙ্গে হয়েছে তার দেখা।সেখানে তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসায় নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন।

আবারও বাংলাদেশে আসতে চান, আর্জেন্টিনা দলকে নিয়ে এসে খেলতে চান জামাল ভূইয়াঁদের সঙ্গে।সাক্ষাৎ শেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক জানিয়েছেন এই তথ্য। গণমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, ‘বাংলাদেশের তরুণদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য তার যে আবেগ ও ভালোবাসা সেটা সে ব্যক্ত করেছে। এবং আগামী সে আবারও বাংলাদেশে আসতে চায়, আর্জেন্টিনা দলকে নিয়ে আসতে চায়, বাংলাদেশ দলের সঙ্গে খেলতে চায়।’পলক যোগ করেছেন, ‘সে একজন ভালো ফুটবলার কিংবা বিশ্বসেরা গোলপিকারই না, একজন ভালো মনের মানুষও সে। আমরা বাংলাদেশের মানুষ যে তাকে আমরা বাজপাখি বলি, সেটা সে জানে। বাংলাদেশের মানুষ যে ইউনিক একটা নামে তাকে ডাকে এ জন্য সে খুব আনন্দিত এবং নিজেকে সে বাংলাদেশের বাজপাখি হিসেবে পরিচয় দিতে আনন্দ পায়, সেটাও সে বলেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ভালোবাসায় মুগ্ধ বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্তিনেজ, খেলতে চান বাংলাদেশের সঙ্গে

Update Time : ১১:৪৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩

বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। মাত্র ১১ ঘণ্টার জন্য ঢাকায় অবস্থান করবেন তিনি।

এই অল্প সময়ের মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার সঙ্গে। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলকের সঙ্গে হয়েছে তার দেখা।সেখানে তিনি বাংলাদেশের মানুষের ভালোবাসায় নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন।

আবারও বাংলাদেশে আসতে চান, আর্জেন্টিনা দলকে নিয়ে এসে খেলতে চান জামাল ভূইয়াঁদের সঙ্গে।সাক্ষাৎ শেষে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক জানিয়েছেন এই তথ্য। গণমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, ‘বাংলাদেশের তরুণদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য তার যে আবেগ ও ভালোবাসা সেটা সে ব্যক্ত করেছে। এবং আগামী সে আবারও বাংলাদেশে আসতে চায়, আর্জেন্টিনা দলকে নিয়ে আসতে চায়, বাংলাদেশ দলের সঙ্গে খেলতে চায়।’পলক যোগ করেছেন, ‘সে একজন ভালো ফুটবলার কিংবা বিশ্বসেরা গোলপিকারই না, একজন ভালো মনের মানুষও সে। আমরা বাংলাদেশের মানুষ যে তাকে আমরা বাজপাখি বলি, সেটা সে জানে। বাংলাদেশের মানুষ যে ইউনিক একটা নামে তাকে ডাকে এ জন্য সে খুব আনন্দিত এবং নিজেকে সে বাংলাদেশের বাজপাখি হিসেবে পরিচয় দিতে আনন্দ পায়, সেটাও সে বলেছে।’