বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের আকাশে অদ্ভুত আলোর মিছিল, কী হতে চলেছে পৃথিবীতে ?

বাংলাদেশের আকাশে হঠাৎ করে অসংখ্য অদ্ভূত আলোর মিছিল দেখা গেছে। শনিবার রাতে অদ্ভুত এ দৃশ্যের সাক্ষী হলো ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ভাতগাঁওসহ আশপাশ এলাকার মানুষ।

বিরল এ দৃশ্য দেখতে থমকে গিয়েছিল পথ চলতি মানুষ। আকাশের দিকে তাকিয়ে ছবি তোলেন অনেকেই। কোথা থেকে আসছে সারিবদ্ধ এ আলোর বিচ্ছুরিত মিছিল, এ নিয়ে বাড়ছে কৌতূহল।

আষাঢ়ের শেষ দিনে রাত ৮টা ২০ মিনিটেই দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম উত্তর গোলার্দ্ধ থেকে পূর্ব-দক্ষিণ গোলাদ্ধের্র আকাশে হেঁটে চলছিল সেই আলোর বিন্দু বিন্দু মিছিল। ১০-১২ মিনিট পরই মেঘে ঢাকা আকাশে মিলিয়ে যায় মিছিলটি।

এমন দৃশ্য কবে দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। সেই আলোর বিন্দু বিন্দু মিছিল একেবারে আকাশের গাঁয়ে ঘেষা হাঁটছিল, কখনো দ্রুত আবার কখনো ধীর গতিতে। তা দেখে এদিন থমকে যান পথ চলতি মানুষ। ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আটোয়ারিসহ আশপাশের প্রায় সব জায়গা থেকেই সেই দৃশ্য দেখা গেছে।

আলোর বিচ্ছুরিত বিন্দুগুলোর ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দৃশ্য দেখে রাকিব ইসলাম নামে একজন লেখেন, ‘ফোটা ফোটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগদ্ধ হয়েছি, তেমনি ভয়ও পেয়েছি। আদতে জিনিসটা কী? খারাপ কিছুনা তো? কি হবে দুনিয়ায়?’ আরেক নেটিজন রবিউল ইসলাম নামের একজন লিখেছেন, ‘রাতের আকাশে অদ্ভুদ আলোর দেখা মিলল। যেন অনেকগুলো যুদ্ধ বিমান এক সঙ্গে কোথাও যাচ্ছে।’

এদিকে শহরের নিশ্চিন্ত পুরের আবুল কালাম বলেন, বিষয়টি বিজ্ঞানীদের। তারাই ভালো বলতে পারবেন।

আকাশে তারকা সদৃশ্য বস্তুর আলোর মিছিল প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এ বিষয়টি খোঁজ খবর নিয়ে জানানো সম্ভব হবে এটি আসলে কী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশের আকাশে অদ্ভুত আলোর মিছিল, কী হতে চলেছে পৃথিবীতে ?

Update Time : ১০:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

বাংলাদেশের আকাশে হঠাৎ করে অসংখ্য অদ্ভূত আলোর মিছিল দেখা গেছে। শনিবার রাতে অদ্ভুত এ দৃশ্যের সাক্ষী হলো ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আউলিয়াপুর ভাতগাঁওসহ আশপাশ এলাকার মানুষ।

বিরল এ দৃশ্য দেখতে থমকে গিয়েছিল পথ চলতি মানুষ। আকাশের দিকে তাকিয়ে ছবি তোলেন অনেকেই। কোথা থেকে আসছে সারিবদ্ধ এ আলোর বিচ্ছুরিত মিছিল, এ নিয়ে বাড়ছে কৌতূহল।

আষাঢ়ের শেষ দিনে রাত ৮টা ২০ মিনিটেই দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম উত্তর গোলার্দ্ধ থেকে পূর্ব-দক্ষিণ গোলাদ্ধের্র আকাশে হেঁটে চলছিল সেই আলোর বিন্দু বিন্দু মিছিল। ১০-১২ মিনিট পরই মেঘে ঢাকা আকাশে মিলিয়ে যায় মিছিলটি।

এমন দৃশ্য কবে দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। সেই আলোর বিন্দু বিন্দু মিছিল একেবারে আকাশের গাঁয়ে ঘেষা হাঁটছিল, কখনো দ্রুত আবার কখনো ধীর গতিতে। তা দেখে এদিন থমকে যান পথ চলতি মানুষ। ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের আটোয়ারিসহ আশপাশের প্রায় সব জায়গা থেকেই সেই দৃশ্য দেখা গেছে।

আলোর বিচ্ছুরিত বিন্দুগুলোর ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দৃশ্য দেখে রাকিব ইসলাম নামে একজন লেখেন, ‘ফোটা ফোটা চলন্ত আলোর বিন্দু দেখে যেমন মুগদ্ধ হয়েছি, তেমনি ভয়ও পেয়েছি। আদতে জিনিসটা কী? খারাপ কিছুনা তো? কি হবে দুনিয়ায়?’ আরেক নেটিজন রবিউল ইসলাম নামের একজন লিখেছেন, ‘রাতের আকাশে অদ্ভুদ আলোর দেখা মিলল। যেন অনেকগুলো যুদ্ধ বিমান এক সঙ্গে কোথাও যাচ্ছে।’

এদিকে শহরের নিশ্চিন্ত পুরের আবুল কালাম বলেন, বিষয়টি বিজ্ঞানীদের। তারাই ভালো বলতে পারবেন।

আকাশে তারকা সদৃশ্য বস্তুর আলোর মিছিল প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, এ বিষয়টি খোঁজ খবর নিয়ে জানানো সম্ভব হবে এটি আসলে কী।